Monday, August 8, 2022
Homeবিনোদনকলকাতা ছেড়ে দিল্লি গিয়ে কি নিয়ে ব্যস্ত নুসরাত

কলকাতা ছেড়ে দিল্লি গিয়ে কি নিয়ে ব্যস্ত নুসরাত

হ্যান্ডলুম শাড়ি, খোলা চুল আর ছোট্ট টিপ। সাংসদ নুসরাতের এই অবতার বুধবার নজর কেড়েছিল। কিন্তু কয়েকঘন্টার মধ্যেই নিজেকে পালটে ফেললেন বসিরহাটের তৃণমূল সাংসদ। আপতত সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লিতে নায়িকা। দিল্লিতে দিনযাপনের নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন অভিনেত্রী। খবর হিন্দুস্তান টাইমসের।

সাংসদ নুসরাত জাহান সংসদ অধিবেশনের ফাঁকে নিজেকে প্যাম্পার করতেও ছাড়ছেন না। তাই বুধবার দিল্লির এক নামী হেয়ার স্টাইলিস্টের কাছে হাজির হয়ে নতুন হেয়ারকাট করালেন নুসরাত। সেই লুকের ছবিও শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। নুসরাতের বদলে যাওয়া লুক দেখে অবাক সকলে।

সাংসদ নুসরাত জাহান সংসদ অধিবেশনের ফাঁকে নিজেকে প্যাম্পার করতেও ছাড়ছেন না। তাই বুধবার দিল্লির এক নামী হেয়ার স্টাইলিস্টের কাছে হাজির হয়ে নতুন হেয়ারকাট করালেন নুসরাত। সেই লুকের ছবিও শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। নুসরাতের বদলে যাওয়া লুক দেখে অবাক সকলে।

নতুন লুকের সঙ্গে একটি ইনস্টাগ্রাম রিল ভিডিও বানিয়ে ফেলেছেন নুসরাত। সেখানে নুসরাত বুঝিয়ে দিলেন তার কোনও ইনস্টাগ্রাম ফিল্টারের দরকার নেই। এমনিতেই পারফেক্ট সুন্দরী তিনি।

প্রেগন্যান্সির জেরে গত সংসদ অধিবেশনে যোগ দিতে পারেননি নুসরাত, তবে তিন মাসের ছেলেকে সামলে ফের কাজে ফিরছেন অভিনেত্রী। গত ২৬শে আগস্ট ফুটফুটে পুত্র সন্তানের মা হয়েছেন নুসরাত। গত কয়েক মাসে পুরোদস্তুর পালটে গিয়েছে নায়িকার জীবন। গত মাসে কলকাতার আলিপুর কোর্টের তরফে স্পষ্ট করা হয়েছে নুসরাত-নিখিলের বিয়ে অবৈধ। অতীত জীবনকে ভুলে আপতত ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছেন নুসরাত। যশ-ঈশানকে নিয়েই এখন তার সাজানো সংসার।

মায়ের ভূমিকা তো পালন করছেন পাশাপাশি সাংসদ হিসাবেও দায়িত্ব পালন করছেন নুসরাত। অন্যদিকে তার হাতে রয়েছে বিস্তর ছবির কাজও। মা হওয়ার পর জয়কালী কলকত্তেওয়ালীর সঙ্গে শ্যুটিংয়ে ফিরেছিলেন ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননির’কাজও শুরু করেছেন। এই ছবিতে নুসরাতের হিরো যশ। পাশাপাশি নিজের একটি রেডিও শো হোস্ট করছেন নুসরাত জাহান। শো-এর নাম ‘ভালোবাসায় বোল্ডৃ ইশক উইথ নুসরাত’। প্রথম দুই এপিসোডেই ঝড় তুলছেন এই টলি সুন্দরী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments