Wednesday, December 8, 2021
Homeবিনোদনক্যাটরিনার বিয়ে, বানানো হচ্ছে পোশাক!

ক্যাটরিনার বিয়ে, বানানো হচ্ছে পোশাক!

আবারও বলিউডে বাজতে চলেছে বিয়ের সানাই। চলতি বছরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল।ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এমনটিই জানা গেছে।  

ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্র বলছে, চলতি বছরের নভেম্বর কিংবা ডিসেম্বরে নাকি বিয়ে করবেন তারা। ফ্যাশন ডিজাইনার সব্যসাচী ইতোমধ্যেই ক্যাটরিনার পোশাক বানানোর প্রস্তুতি শুরু করেছেন। বিয়ের জন্য নাকি ক্যাটরিনা বেছে নিয়েছেন ‘র সিল্ক’।  

বলিউডে গুঞ্জন বলছে, চার বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন ক্যাটরিনা-ভিকি। যদিও সম্পর্ক নিয়ে আজ পর্যন্ত একটি মন্তব্যও করেননি তারা। বহু অনুষ্ঠানে দেখা গিয়েছে তাদের দু’জনকে, তবে জনসমুক্ষে বজায় রেখেছেন দূরত্ব। দু’জনে একসঙ্গে ছুটি কাটাতেও বাইরে গিয়েছেন। একই সময়ে সামাজিক মাধ্যমে ছবি দিলেও সিঙ্গল ছবি শেয়ার করেছেন তারা।

তবে সাম্প্রতিক সময়ে এই লুকোচুরি কমেছে তাদের। ভিকি অভিনীত ‘সর্দার উধম’র প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ক্যাটরিনা। ক্যামেরার সামনেই একে অপরকে জড়িয়ে ধরেছিলেন।

সূত্র বলছে, ক্যাটরিনা-ভিকির বিয়ের খবর সঠিক। দুই বাড়িতেই নাকি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

কিছু দিন আগে ক্যাটরিনার সঙ্গে ভিকির বাগদানের খবর ছড়িয়ে পড়ে। যদিও এই দুই তারকার টিমের পক্ষ থেকে জানানো হয়, এ খবর মিথ্যে। সেই গুঞ্জন সত্যিই কি মিথ্যে? বিয়ের খবর সামনে আসতেই আরও একবার সেই প্রশ্নই ঘুরে ফিরে আসছে।  

তবে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলতে নারাজ ক্যাটরিনা-ভিকি দু’জনেই। তবে তাদের বিয়ের গুঞ্জনে উচ্ছ্বসিত ভক্তরা। দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিক, আনুষ্কা-বিরাটের পর বলিউড আবারও পেতে চলেছে তারকা জুটি? এমন প্রশ্ন এখন সবার মনে।  

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments