এসবি ফাউন্ডেশন (ইউএসএ) ইনক -চেয়ারম্যান ও রাজশাহী মহানগর জাতীয় পার্টি’র সাবেক সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু’র মাতা ফুলজান বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার বাংলাদেশের রাজধানী ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার অনেক গুণগ্রাহী আছেন। রবিবার বাদ এশা রাজশাহী মহানগরীর মহিষবাথান গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
এসবি ফাউন্ডেশন ইউএসএ ইনক ও সাপ্তাহিক “শিকড়ের “ চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে রাজশাহীজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এসবি ফাউন্ডেশন, এসবি যুব ফাউন্ডেশন, এসবি মহিলা ফাউন্ডেশন ইউএসএ ইনকের সকলেই শোকপ্রকাশ করেছেন । আমরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছে ।
এসবি ফাউন্ডেশন ইউএসএ ইনক এর সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রোজেন এক শোক বার্তায় শোক জানিয়েছেন। শোকবার্তায় তিনিএসবি ফাউন্ডেশন ইউএসএ ইনক এর সকল সদস্যের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
রাজশাহী জেলা সমিতি ইনক ইউএসএ এর পক্ষ থেকে শোক জানিয়েছেন আব্দুল মজিদ আকন্দ। শোকবার্তায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন।
রাজশাহী জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ : রাজশাহী জেলা ও মহানগর জাতীয় পার্টির সব স্তরের নেতাকর্মীদের মাঝে প্রিয় নেতার মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তারাও মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন ও শোকার্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
তাঁর মৃত্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পল্লীবন্ধু এরশাদ পুত্র ও রংপুর-৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ। গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় সাদ এরশাদ এমপি রাজশাহী মহানগর জাতীয় পার্টি’র নেতা কর্মীদের জন্য মরহুমা ফুলজান বেগম এর স্নেহময়ী ভালবাসা ও পাশে থাকা কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন জাতীয় পার্টি চিরকাল রাজশাহীতে মরহুমা এবং তাঁর পরিবারের সদস্যদের দলের জন্য করা অবদান কে মন রাখবে। সাদ এরশাদ এমপি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকাহত পরিবার ও পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

