বাংলাদেশ ডেমোক্রেটিক এলায়েন্সে (বিডিএ) যোগদান করেছেন কুষ্টিয়ার কৃতি সন্তান, লিমাসল সাইপ্রাস কমিউনিটির সভাপতি জনাব শফিক আহমেদ হিটু। রবিবার (২১ নভেম্বর ২০২১) এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দলীয় নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ ডেমোক্রেটিক এলায়েন্সে যোগদান করেন তিনি।
এসময় তিনি সর্বস্তরের দূর্নীতি নির্মূল ও তৃণমূল নিম্নবিত্ত মানুষের আর্থ সামাজিক জীবন যাত্রার মান উন্নয়ন, সন্ত্রাস ও জঙ্গীবাদ উৎখাত, প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে উন্নত দেশ গঠনে দৃঢ় অঙ্গীকারবদ্ধ হন।
শফিক আহমেদ হিটু বাংলাদেশ ডেমোক্রেটিক এলায়েন্সে যোগদান করায় তাকে অভিনন্দন জানিয়েছেন দলের প্রতিষ্ঠাতা আহবায়ক জননেতা মো. শাহাব উদ্দিন বাচ্চু। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, আমরা জনগনের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি। দেশে এবং প্রবাসে অনেক লোক রয়েছে যারা উন্নত দেশ গঠনের লক্ষ্যে কাজ করতে আগ্রহী। তারা অনেকেই বাংলাদেশ ডেমোক্রেটিক এলায়েন্সের পতাকা তলে সমবেত হচ্ছেন। আমরা বিডিএ এর পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি। বিশিষ্ট ব্যক্তিদেরও এমন যোগদানই বলে দেয়, বিডিএ জনগণের জন্য কাজ করতে অগ্রগামী। এ দল সর্বদা আপোষহীন থাকবে অন্যায়ের বিপক্ষে।