Thursday, July 7, 2022
Homeজাতীয়রাজনীতিরাজশাহীতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির লাগাম টানার দাবি

রাজশাহীতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির লাগাম টানার দাবি

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে নিত্যপণ্যের দামে লাগাম টেনে ধরার দাবি জানিয়েছে রাজশাহী মহানগর কৃষক দল। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১১টায় নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে এক মানববন্ধনে এ দাবিজানায় দলটি। এ সময় জেলা বিএনপির কারাবন্দী আহবায়ক আবু সাইদ চাঁদের মুক্তি ও গোদাগাড়ীতে দুই আদিবাসী কৃষকের আত্নহত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানানো হয়।

জেলা কৃষক দলের আহবায়ক আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত।

বিএনপি নেতা গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ইশা, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, অধ্যাপক সিরাজুল ইসলাম, রায়হানুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ মহসিন, অধ্যাপক আব্দুস সামাদ, কামরুজ্জামান হেনাসহ আরো অনেকে বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান।

এ সময় যুবদল, ছাত্রদল ও কৃষক দলের মহানগর, জেলা ও পৌর কমিটির বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments